কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না : পলক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগ সরকারের প্রতি দেশের মানুষের আস্থা আছে। তাই দেশের বাইরে-ভেতরে যেখানেই হোক, কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া অংশের রণবাঘা হাট থেকে লক্ষীকোল ভায়া বেলোয়া রাস্তার কার্পেটিং উদ্বোধনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিতে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই সরকার গৃহীত মেগা প্রকল্পগুলোর অস্বাভাবিক ব্যয়ের ব্যাপারে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার প্রক্রিয়া চলছে। এভাবেই উন্নয়নের নিরিখে সুশাসন নিশ্চিত করবে সরকার।

জুনাইদ আহমেদ পলক বলেন, বৈশ্বিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান এখন উচ্চে। শেখ হাসিনা কল্যাণমুখী, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে চলেছেন, যা ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান, সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী শ্রিকুন্ডা মাদোলবাড়িয়া এইচবিবি রাস্তার উদ্বোধন এবং সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া, জয়কুড়ি ও বামিহালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।