আচরণবিধি লঙ্ঘন : কালকিনিতে আ.লীগ নেতাকে ইসির নোটিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:৫৭ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২১
আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন সরদার। ছবি : সংগৃহীত

 

মাদারীপুরের কালকিনি পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বেলাল হোসেন সরদার নামে এক আওয়ামী লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। আগামী তিনদিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বেলাল উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এবং আওয়ামী লীগের প্রার্থী এস এম হানিফের সমর্থক হিসেবে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। গত বৃহস্পতিবার ১নং ওয়ার্ডে প্রচার সভায় তিনি বলেছিলেন, ‘নৌকায় ভোট না দিলে ঘরে ঘুমানো যাবে না।’ এরপরই বক্তব্যের ব্যাখা জানতে চেয়ে তাকে নোটিশ দিল ইসি।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম পাঙ্গাসিয়া এলাকায় এক উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশে বক্তব্য দেন বেলাল হোসেন সরদার। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘এখানে যারা নৌকার বিরুদ্ধে (ভোট) করেন, আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম, আগামী দু’একদিনের ভেতর যদি আপনারা পরিবর্তন হয়ে নৌকা মার্কায় নির্বাচন করেন দেশের স্বার্থে, তাহলে ভালোভাবে থাকতে পারবেন। আর না করলে ঘরে ঘুমানোর কোনো সুযোগ নেই।’

এ কে এম নাসিরুল হক/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।