মঠবাড়িয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২১

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা যুবলীগের সভাপতি মো. আবু হানিফকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার সন্ধ্যার পর উপজেলা যুবলীগের কার্যালয়ের কাছে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর জানান, সন্ধ্যার পর উপজেলা যুবলীগের অফিসের সামনে ছিলেন আবু হানিফ। এ সময় প্রতিপক্ষের ২০-২৫ জন লোক অতর্কিতভাবে তাদের ওপর হামলা করে।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আবু হানিফের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। গুরুতর অবস্থায় আবু হানিফকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে রোববার বিকেলে মঠবাড়িয়া শহরে রাজনৈতিক বিরোধের জের ধরে স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং একটি মাদরাসার ৪র্থ শ্রেণির কর্মচারী মো. ইদ্রিসকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে প্রতিপক্ষরা। ইদ্রিস এবং আবু হানিফ একই পক্ষের। গুরুতর আহত ইদ্রিসকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সোমবার আহত ইদ্রিসের এক আত্মীয় বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।