শৈলকুপায় গরুবোঝাই করিমন উল্টে ব্যাপারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১

ঝিনাইদহের শৈলকুপায় গরুবোঝাই করিমন উল্টে রওশন শেখ (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী খালের ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়মৌকুড়ী গ্রামের মৃত মুন্দির শেখের ছেলে।

আহতরা হলেন-একই ইউনিয়নের চন্ডিপুর গ্রামের তোয়াজের ছেলে ফারুক (৩৫), পাথরবাড়ীয়া গ্রামের মৃত রশিদ বিশ্বাসের ছেলে উজ্জ্বল (৩৪), চড়মৌকুড়ী গ্রামের ইবাদত মণ্ডলের ছেলে সিদ্দিক (৪০) ও বড় মৌকুড়ী গ্রামের তহুরুল ইসলামের ছেলে জাহিদ (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়ার খোকসা শোমসপুর বাজার থেকে গরু কিনে কয়েকজন ব্যাপারী গরু নিয়ে করিমনে করে বাড়ি ফিরছিলেন। কাতলাগাড়ী খালের ভাঙ্গা ব্রিজের ওপর পৌঁছালে করিমনটি উল্টে খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী রওশন (৪৫) নিহত হন। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশিত করেছেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।