স্কুলে যাওয়ার পথে কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২১

কিশোরগঞ্জের মিঠামইনে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রিমন মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রিমন মিয়া একই ইউনিয়নের বাজারহাটি গ্রামের হান্নান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে বখাটে রিমন বাজারের পিছনে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে রিমন পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই মেয়েটির বাবা বাদী হয়ে মিঠামইন থানায় মামলা দায়ের করেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানি বলেন, ‘বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা মামলা দায়ের করেন। এরপরে শুক্রবার সকালে অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি রিমনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

নূর মোহাম্মদ/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।