জিয়ার খেতাব বাতিলের নাটক করছে আ.লীগ : দুলু

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আল জাজিরার সংবাদ ধামাচাপা দিয়ে মানুষের মনোযোগ অন্যদিকে ফেরাতেই জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল নিয়ে আওয়ামী লীগ নাটক শুারু করেছে। তাকে বিতর্কিত করার অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু তাদের ষড়যন্ত্র দেশের মানুষ সফল হতে দেবে না।’
শুক্রবার (১২ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর নির্বাচনে স্বর্ণকারপট্টি এলাকায় বিএনপির মেয়র প্রার্থী ওজিউল ইসলাম ওজুল মিঞার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ষড়যন্ত্র-চক্রান্ত করে ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলা যাবে না উল্লেখ করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আওয়ামী লীগ ষড়যন্ত্র করে জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না। যারা মনে করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করা হলেই তাকে মানুষের মন থেকে মুছে দেয়া যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন।’
বিএনপি নেতা আশরাফুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞা, জেলা বিএনপি নেতা গোলাম জাকারিয়া, আব্দুল ওয়াহেদ, মেয়র প্রার্থী ওজুল ইসলাম ওজুল মিঞা প্রমুখ।
আগামী ১৪ ফেব্রুয়ারি রোববার চতুর্থ ধাপের পৌর নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোহা. আব্দুল্লাহ/এএএইচ/জিকেএস