২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১

সাতক্ষীরার দেবহাটায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে দেবহাটার হাদিপুর হাটখোলা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২৯৫ পিস ইয়াবা, মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

jagonews24

শনিবার (১৩ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতারকৃতদের দেবহাটা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কলারোয়ার কেড়াগাছি গ্রামের মো. রুহুল আমিন (৪৫) ও কাকডাঙ্গা গ্রামের মো. ইকবাল হোসেন (৪৮)।

jagonews24

র‍্যাবের সাতক্ষীরা ক্যম্পের ইনচার্জ এএসপি মো. বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাদিপুর গ্রামের হাটখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৯৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। শনিবার মামলা করে তাদের দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।