পিরোজপুরে ৩ যুবলীগ নেতাকে বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১

পিরোজপুরের মঠবাড়িয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন যুবলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর জেলা যুবলীগ সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলু ও সাধারণ সম্পাদক জিয়াউল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃতরা হলেন- উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল আহমদ রছি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরাজি ও আবু জাফর কিবরিয়া।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খানের ওপর হামলা ও দলীয় অফিস ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই তিন যুবলীগ নেতার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে, যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী বলে মনে করেন তারা।

আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।