সোনাইমুড়ীতে একটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের কাঁঠালীয়া মোহাম্মদীয়া ইসলামিয়া মাদরাসা কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।

জাল ভোটসহ নানান অনিয়মের অভিযোগে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম ওই কেন্দ্রের ভোটগ্রহণ পুরোপুরি বন্ধ ঘোষণা করেন।

jagonews24

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে গণমাধ্যম কর্মীদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম। তিনি জানান, অনিয়মের অভিযোগে সোনাইমুড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড কেন্দ্রের ভোট বন্ধ করে কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি সরিয়ে নেয়া হয়েছে।

মিজানুর রহমান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।