ধুনটে বরযাত্রীবাহী বাস উল্টে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

বগুড়ার ধুনটে বর যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে সাধন চন্দ্র (৭০) নামের একজন নিহত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ধুনট উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাধন উপজেলার পীরহাটী গ্রামের গদাই চন্দ্রের ছেলে। এ ঘটনায় আরও প্রায় ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও গ্রামবাসী জানান, রুদ্রবাড়িয়া গ্রামের পলান কুমারের ছেলে তাপস কুমার রোববার সন্ধ্যায় বরযাত্রী নিয়ে শেরপুরের ঘাটপার এলাকায় বিয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বর যাত্রায় তামান্না এন্টারপ্রাইজ নামের একটি বাস ছিল। বাসটি বাড়ির অদূরে বাও নদীর ওপর সেতুতে ওঠার সময় উল্টে নদীতে পড়ে যায়। বাসে প্রায় ৩০-৩৫ জন বরযাত্রী ছিলেন।

বাসটি খাদে পড়ার পর থেকে স্থানীয় লোকজন ও ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান চালায়। অভিযানকালে সাধন চন্দ্রের মরদেহ উদ্ধার করা হয়। সাধন চন্দ্র ওই বিয়েতে বাদ্যকার হিসেবে অংশ নিয়েছিলেন। এছাড়া রাত সাড়ে ৮টা পর্যন্ত ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিদ্ধু বালা জানান, রুদ্রবাড়িয়া গ্রামে বরযাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে সেখানে উদ্ধার অভিযান চালায়। এ ঘটনায় সাধন চন্দ্র নামের একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।