ইজিবাইক চালক হত্যায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১
আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা

যাত্রীবেশে ইজিবাইক ছিনতাই শেষে চালককে হত্যার দায়ে আপন দুই ভাইয়ের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) সিদ্দিকুর রহমান সিং বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আমি ও মামলার বাদী সন্তুষ্ট। আশা রাখি দ্রুত রায় বাস্তবায়ন করা হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের আব্দুল কুদ্দুস ব্যাপারীর দুই ছেলে জমির ব্যাপারী (২২) ও শরীফুল ব্যাপারী (২০)। তবে মামলার অপর দুই আসামি সাব্বির হাওলাদার (১৫) ও শাওন জমাদ্দার (১৬) শিশু হওয়ায় তাদের বিচারিক কার্যক্রম শিশু আদালতে চলছে।

মামলার নথি থেকে জানা যায়, গত ২০১৮ সালের ২৯ এপ্রিল বিকেলে মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া গ্রামের ইজিবাইক চালক সুলতান ব্যাপারী (৩২) ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বের হন। রাত ৯টার দিকে সদর উপজেলার আশাপাট এলাকা থেকে চার ব্যক্তি ত্রিভাগদি এলাকায় যাওয়ার জন্য ভাড়া নেন। ত্রিভাগদি এলাকায় গেলে সুলতান ব্যাপারীকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে ইজিবাইক নিয়ে পালিয়ে যান তারা।

পথে হাদিউজ্জামান নামে এক ব্যক্তির সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে চারজনকে আটক করে সদর থানায় সোর্পদ করে। পরে ওই চার ব্যক্তির তথ্য অনুযায়ী ইজিবাইক চালক সুলতানের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন তার স্ত্রী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জেলা ও দায়রা জজ আদালত দুই জনকে মৃত্যুদণ্ড দেন এবং দুজন শিশু হওয়ায় তাদের বিচার কাজ শিশু আদালতে চলছে।

নাসিরুল হক/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।