হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
হত্যা মামলায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা আদালতের পুলিশ পরিদর্শক তোফাজ্জাল হোসেন।
তিনি জানান, গতকাল রোববার গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে মহিদুল ইসলাম জামিন আবেদন করেন। বিচারক দিলীপ কুমার ভৌমিক জামিন আবেদন না মঞ্জুর করে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মহিদুল তার একসময়ের কর্মী ও শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামের বাসিন্দা শিমুল মিয়াকে (২৭) অপহরণের পর হত্যা মামলার প্রধান আসামি।
এই হত্যা মামলার বাদী বিহার ইউপি সদস্য ও শিমুলের ভাই রায়হান মিয়া বলেন, গত ২২ ডিসেম্বর বগুড়া আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আসামিরা শিমুলকে মাইক্রোবাসে করে অপহরণ করেন। তাকে হত্যার পর তার বস্তাবন্দি মরদেহ রাস্তার পাশে ফেলে রাখা হয়। পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশকে খবর দেন। রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলামসহ ১৩ জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়। মামলাটি তদন্ত করছে গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রায়হান মিয়া দাবি, গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান মহিদুলের অন্যতম কর্মী ছিলেন শিমুল। নির্বাচিত হওয়ার পর তিনি নানা অন্যায়ে জড়িয়ে পড়েন। এ কারণে শিমুল তার সঙ্গ ত্যাগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
এসজে/এমকেএইচ