মাদারীপুরে ইজিবাইকচালক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:০২ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১

মাদারীপুরে ইজিবাইকচালক সুলতান ব্যাপারি হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জনি ব্যাপারি (২৫) ও শরিফুল ব্যাপারি (৩০)। তারা রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের কুদ্দুস ব্যাপারির ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৯ এপ্রিল রাত নয়টার দিকে সদর উপজেলার ঘটকচর থেকে গাছবাড়িয়া এলাকার সুলতান ব্যাপারির ইজিবাইকে যাত্রীবেশে ওঠেন আসামি জনি ব্যাপারি, শরীফুল ব্যাপারি, শাওন জমাদ্দার ও সাব্বির হাওলাদার। পরবর্তীতে রাত পৌনে ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার আশাপাট গ্রাম থেকে কালীরবাজার যাওয়ার সময় পথে নৃশংসভাবে সুলতান ব্যাপারিকে হত্যা করেন তারা।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় আসামিরা স্থানীয়দের হাতে ধরা পড়েন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে আটক চারজনকে সদর মডেল থানায় নিয়ে আসে পুলিশ।

ঘটনার পরদিন নিহতের স্ত্রী হাফিজা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরবর্তীতে গ্রেফতার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঘটনার সঙ্গে জড়িত থাকায় ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন থানার তৎকালীন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বিল্টু দাস। যুক্তিতর্কের প্রক্রিয়া শেষে ও ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক দুইজনের মৃত্যুদণ্ড প্রদান করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অপর দুই আসামির বিচার কার্যক্রম শিশু আদালতে চলমান রয়েছে।

এদিকে রায়ের সন্তোষ প্রকাশ করেছন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অপরদিকে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও পরিবার।

নিহতের স্ত্রী হাফিজা বেগম বলেন, একটি ইজিবাইকের জন্য আমাকে যারা বিধবা করেছে তাদের মৃত্যুদণ্ডের রায় হওয়ায় খুশি। এই রায় দ্রুত কার্যকরের দাবি জানাই।

মাদারীপুর জেলা ও দায়র জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং বলেন, চার আসামির দুইজনের ফাঁসির রায় হয়েছে। বাকি দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার চলমান রয়েছে। শিগগিরই তাদেরও বিচার হবে।

এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।