মাছের পরিবর্তে জালে উঠলো লক্ষ্মী মূর্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমিনরহাট
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১

লালমনিরহাটের পাটগ্রামে কোটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে মাছ ধরার সময় লক্ষ্মী দেবীর মূর্তি পাওয়া গেছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত।

তিনি জানান, শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পুকুরে মাছ ধরার সময় মূর্তিটি এক জেলে পায়। বিষয়টি ছড়িয়ে পড়েল সেই জেলে গা ঢাকা দেয়। খবর পেয়ে মূর্তিটি হেফাজতে নেন পুকুরের মালিক মরহুম মুক্তিযোদ্ধা মনির উদ্দিন আহমেদে র ছেলে শামীম হোসেন (৩০)। পরে পাটগ্রাম থানা পুলিশ শামীমের কাছ থেকে সেটি উদ্ধার করে।

পরীক্ষা- নিরীক্ষা করে স্বর্ণাকার জানান, মূর্তিটি পিতলের তৈরি। প্রায় দেড়শো বছর আগের রাজা বাদশাদের আমলের হতে পারে। ওজন প্রায় ২৬০ গ্রাম বা ৭৭ ভরি।

ওসি সুমন কুমার মোহন্ত বলেন, উদ্ধার হওয়া পিতলের মূর্তিটি সরকারি কোষাগারে পাঠানো হবে।

রবিউল হাসান/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।