ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৬:০০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে জবা রানী (১৬) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে তার আত্মহত্যার বিষয়টি টের পায় পরিবারের লোকজন।

জবা রানী সদর উপজেলার কচুবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

সে উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী বানিয়াপাড়া গ্রামের হরকুমার রায়ের মেয়ে।

আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

তানভীর হাসান তানু/এমআরআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।