ট্রাকচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা আনছারুল হক মিলন (৩৫) নিহত হয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মেসের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনছারুল হক মিলন পাটগ্রাম ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে ফাস্টট্রাক্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় জানান, সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে মোটরসাইকেলযোগে পাটগ্রাম থেকে কালীগঞ্জে তার নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। তাকে বহনকারী মোটরসাইকেল ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে নিহত হন। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে জব্দ করে স্থানীয়রা হাতীবান্ধা হাইওয়ে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের ইন্সপেক্টর মাসুম খান বলেন, ‘নিহতের মরদেহ, মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
মো. রবিউল হাসান/আরএইচ/জিকেএস