বগুড়ায় পিস্তলসহ দাদন ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১

বগুড়ার গাবতলী উপজেলায় বিদেশি পিস্তল ও গুলিসহ আবু বকর ছিদ্দিক শাহীন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলার ভান্ডারা চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহীন গাবতলী উপজেলার গড়েরবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) লাল মিয়া জানান, স্থানীয় বাজারে শাহীনের ‘সকাল-সন্ধ্যা’ নামে একটি সমিতি রয়েছে। এর মাধ্যমে এলাকায় সুদের (স্থানীয় ভাষায় দাদন) ব্যবসা করতেন শাহীন। সুদের ব্যবসা করা অন্য এক সমিতির সঙ্গে তার টাকা লেনদেনে ঝামেলা দেখা দেয়। এনিয়ে বাজারে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জনসম্মুখে পিস্তল বের করেন শাহীন। বিষয়টি জানাজানি হলে অভিযানে নামে পুুলিশ। সোমবার গভীর রাতে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও জানান, শাহীনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।