ছাগল বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ যুবক

রাজশাহীর বাঘায় আগুনে পুড়ছিলো তিনটি ছাগল। নিজ বাড়ির ছাগলগুলো বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে আহত হয়েছেন রুহুল আমিন (২০) নামের এক যুবক। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মুর্শিদপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রুহুল আমিন রুহুল আমিন বাঘা উপজেলার মুর্শিদপুর গ্রামের আছান আলীর ছেলে। সে স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে।
স্থানীয়রা জানায়, রাতের খাবার শেষে ছাগলের ঘরে মশার কয়েল রেখে ঘুমিয়ে পড়েন মুর্শিদপুর গ্রামের আছান আলী। রাত ১টার দিকে আগুন দেখতে পেয়ে ছুটে আসে তার ছেলে রুহুল আমিন। ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তখন ছাগলের ঘরে দাউ দাউ করে জ্বলছে আগুন। রুহুল আমিন ছাগলগুলো রক্ষা করতে গিয়ে নিজেই দগ্ধ হন।
পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ক্ষতিগ্রস্ত আছান আলী বলেন, ‘অগ্নিকাণ্ডে তার থাকার ঘর, রান্নাঘর ও ছাগল রাখার ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে তার প্রায় ২ লাখ টাকা ক্ষতি হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন রেজা বলেন, ‘অগ্নিকাণ্ডের বিষয়টি শুনেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।‘
আরএইচ/এএসএম