এক পোয়া গাঁজাসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

ঝালকাঠির রাজাপুরে মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম চর ইন্দ্রপাশা আশ্রয়ন প্রকল্প থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৫০ গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. রেজাউল করিম টুটুল (৩৮)। তিনি মঠবাড়ি ইউনিয়নের বাসিন্দা আব্দুল হক হাওলাদাররের ছেলে।

ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মো. মঞ্জুরুল হক জানান, মঙ্গলবার দুপুরে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মো. আতিকুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।