বাড়ি ফেরার পথে ভারতীয় ট্রাকচাপায় পিষ্ট হলেন বৃদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের কলাবাগান থেকে বাড়ি ফেরার পথে ভারতীয় পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. নাসির উদ্দিন কাচুয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বুড়িমারী স্থলবন্দরের কলাবাগান চৌরাস্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ নাসির উদ্দিন। বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা ভারতের পাথরবোঝাই একটি ট্রাক বুড়িমারী কলাবাগান সড়ক দিয়ে স্থানীয় পাথরের সাইটে পাথর আনলোডে যাওয়ার পথে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাক রেখে পালিয়ে যান চালক।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভারতীয় ট্রাকটি বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতের জিম্মায় রয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রবিউল হাসান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।