ফোরকান হত্যায় মামলা, গ্রেফতার ১

আধিপত্য বিস্তার ও বগুড়া পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর কর্মী ফোরকানকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ফোরকানের মা শাহানা বেগম বাদি হয়ে যুবলীগ নেতা ও বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাদিম প্রামাণিককে প্রধান করে ১৩ এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামল করেন।
এদিকে, মামলার পর সাগর (৩২) নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সাগর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল গ্রামের গোলাম হোসেনের ছেলে এবং মামলার প্রধান আসামি নাদিম প্রামাণিকের ফুফাতো ভাই।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওয়াহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার (২৫ ফবে্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শাবরুল এলাকা থেকে আসামি সাগরকে গ্রেফতার করা হয়েছে। সাগর অস্ত্র, চাঁদাবাজি, মাদক ও দ্রুত বিচার আইনসহ ৮ মামলার আসামি।
এএইচ/জিকেএস