স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাদকসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১

বগুড়ার ধুনট পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি সাত মামলার আসামি জাহাঙ্গীর আলমকে (৩৮) মাদকাসক্ত অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় এক বোতল চোলাই মদ জব্দ করা হয়।

জাহাঙ্গীর আলম ধুনট সদরপাড়ার শাহজাহান আলীর ছেলে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ধুনট কেন্দ্রীয় বারোয়ারি মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জাহাঙ্গীর আলম শনিবার রাতে মাদকদ্রব্য সেবন করে ধুনট কেন্দ্রীয় বারোয়ারি মন্দির এলাকা মাতলামি করার সময় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

মাদক দ্রব্য ও মারপিটের ঘটনায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় আগে ছয়টি মামলা ছিল বলেও জানান ওসি।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।