বিদেশি পিস্তলসহ যুবলীগ সভাপতি গ্রেফতার

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিদেশি পিস্তল ও গুলিসহ শহর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম এলানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ মার্চ) দুপুরে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ডিবি পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (৪ মার্চ) রাত দেড়টার দিকে ওই নেতাকে মধ্য কোটগাঁও এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ।
মুন্সিগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক শুক্রবার দুপুরে জানান, সাইফুল ইসলাম এলানের বিরুদ্ধে সদর থানায় ছয়টি মামলা রয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করা। জিজ্ঞাসাবাদে সে জানায় তার কাছে অস্ত্র রয়েছে। পরে তার বাড়ির গোয়াল ঘর থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে শুক্রবার সকালে মুন্সিগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
আটক সাইফুল ইসলাম এলান (৫২) মধ্য কোটগাঁও এলাকার বাসিন্দা। এর আগেও তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় অস্ত্র, হত্যাচেষ্টা মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।
এএইচ/এএসএম