মেঘনায় আগুনে পুড়িয়ে দেয়া হলো ৩ লাখ মিটার জাল

চাঁদপুরে জাটকা রক্ষা কার্যক্রমের অভিযানে চার জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ১ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ১ লাখ ৩০ হাজার মিটার মশারি জালসহ চারটি কাঠের বোট জব্দ করা হয়।
রোববার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকের এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মতলব উত্তরের আবুল হোসেন ( ২৪), সম্রাট (২৮), আ. রহমান (২৪), সবুজ মিয়া (২২)।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার এম আসাদুজ্জামান বলেন, জব্দকৃত চারটি বোট মৎস্য অধিদফতরের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জাটকা রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নজরুল ইসলাম আতিক/এসজে/এমকেএইচ