হবিগঞ্জে দুই রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পরিবেশন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি রেস্টুরেন্টের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থ এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, বিকালে উপজেলার দাউদনগর বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পরিবেশন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় নিউ শেরাটন রেস্টুরেন্টের মালিককে ৫০ হাজার ও হোটেল আল সোহাগ রেস্টুরেন্টের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ বলেন, ‘ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’
কামরুজ্জামান আল রিয়াদ/আরএইচ/জেআইএম