দিনাজপুরে ৮ শয্যার ওয়ার্ডে ৫১ ডায়রিয়া রোগী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১০ মার্চ ২০২১

দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালের ৮ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ৫১ রোগী চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ৩১ শিশু ও ২০ পুরুষ-নারী। এছাড়াও গত দু’দিনে ২২ শিশু বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে এবং বীরগঞ্জ হাসপাতালে ১০ শিশু ভর্তি হয়েছে।

দিনাজপুর হাসপাতালে শয্যা সংখ্যা সীমিতি হওয়ায় মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

jagonews24

সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, আবহাওয়া পরিবর্তন এবং অনেক এলাকায় বিশুদ্ধ পানির ঘাটতির কারণে দিনাজপুরে ডায়রিয়া কিছুটা বেড়েছে। প্রতি বছরই আবহাওয়া পরিবর্তনের সময় ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে শিশু ও বয়স্করা আক্রান্ত হয়ে থাকেন। অনেকে পুকুরের পানি ব্যবহার করছেন। তাই পানি ব্যবহারে সচেতন করতে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।

jagonews24

বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোলায়মান হোসেন মেহেদী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন অন্যান্য উপজেলা থেকেও রোগী আসছে। এ স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার ও জনবল কম থাকার পরও অতি যত্নের সঙ্গে সেবা দেয়া হচ্ছে।

jagonews24

এদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ডায়রিয়া ওয়ার্ড না থাকায় দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসাপাতালে ডায়রিয়া ওয়ার্ডে রয়েছে মাত্র আটটি শয্যা। ৮ শয্যার এই ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছে ৫১ জন। এর মধ্যে ৩১ শিশু ও ২০ জন প্রাপ্ত বয়স্ক রোগী। তাদের মধ্যে বুধবার (১০ মার্চ) ভর্তি হয়েছে ১০ নতুন রোগী। শয্যা সংখ্যা সীমিতি হওয়ায় রোগীদেরকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।

দুপুরে ডায়রিয়া ওয়ার্ড ঘুরে দেখা যায়, বারান্দায় ও ওয়ার্ডে যাওয়ার দুই রাস্তার মেঝেতে রোগীরা গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন।

এমদাদুল হক মিলন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।