জুয়া খেলার অপরাধে যুবলীগকর্মীসহ গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১১ মার্চ ২০২১

বগুড়ার নন্দীগ্রামের পৌর এলাকায় জুয়া খেলার অপরাধে যুবলীগকর্মীসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা সবাই পেশাদার জুয়াড়ি।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গেল বুধবার রাতে নন্দীগ্রাম পৌরসভার নামুইট গ্রামের মাঠে সেচচালিত গভীর নলকূপের ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা যুবলীগের সদস্য আকবর আলী (৪৬)। এছাড়া একই গ্রামের জুয়েল আলী (২৬), আনিছুর রহমান (২৫), হাসান প্রামানিক (২২), মোহাম্মাদ আলী (৫৫), আব্দুল বারিক (৩৫), সোহারব আলী (৪০) ও লোকমান প্রামানিক (৪৫)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে পৌরসভার নামুইট গ্রামের মাঠে সেচ চালিত গভীর নলকূপের ঘরে টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছিল। এ সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটজনকে গ্রেফতার করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, জুয়া খেলার অপরাধে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।