আগুনে পুড়ল ৭০ দোকান, মারা গেলেন প্রতিবন্ধী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৪ মার্চ ২০২১

লক্ষ্মীপুরের রামগতি ও রামগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পৃথক অগ্নিকাণ্ডে ৭০ দোকান ও দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন মায়া আক্তার (৪৭) নামের এক মানসিক প্রতিবন্ধী।

রোববার (১৪ মার্চ) ভোরে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রামগতি উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস বিভাগ জানায়, ভোর রাতে আলেকজান্ডার বাজারের তাহেরর চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকানঘরগুলো কাঠ ও টিনের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মুদি, কাপড়, সেলুন, ইলেক্ট্রনিক্স, স্বর্ণকার ও কাঁচাবাজারের ৭০টি দোকান পুড়ে গেছে। লক্ষ্মীপুর ও রামগতি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

jagonews24

এর আগেই আসবাবপত্রসহ দোকানের ঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে। এতে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহযোগিতা করা হবে।

রামগতির ফায়ার স্টেশনের ইনচার্জ খোকন মজুমদার বলেন, ‘বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে।’

রামগতির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মোমিন বলেন, খবর পেয়ে ভোররাতেই ঘটনাস্থলে পরিদর্শনে যাই। জেলা প্রশাসককে বিষয়টি অবিহিত করেছি। ক্ষতিগ্রস্ত দোকানিদের জেলা ও উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।

jagonews24

এদিকে, রামগঞ্জের পূর্ব বিঘা গ্রামের কুতুব উল্যাহ বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে কামাল উদ্দিন ও মফিজ খানের দুটি ঘরে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আসবাবপত্রসহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে ঘুমিয়ে থাকা মফিজের বোন মানসিক প্রতিবন্ধী মায়া আর বের হতে পারেনি। আগুনে দগ্ধ হয়ে তিনি মারা যান।

ঘর ও আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পরিবারগুলো।

jagonews24

রামগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ আবদুর রশিদ বলেন, ‘বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হয়ে মায়া আক্তার নামে একজন মারা গেছেন। আসবাবপত্র ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।’

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা বলেন, ‘ঘুমিয়ে থাকা নারীর মৃত্যুর ঘটনা মর্মান্তিক। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। দ্রুত তাদেরকে প্রশাসনিকভাবে সহায়তা করা হবে।’

কাজল কায়েস/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।