তিন বছর হাসপাতালে বৃদ্ধা, মৃত্যুর পর খোঁজ মিলল স্বজনদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৪ মার্চ ২০২১

তিন বছর ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর খোঁজ মিলল বৃদ্ধা হাফেজা খাতুনের (৭০) স্বজনদের। রোববার (১৪ মার্চ) বিকালে নিহত হাফেজার বোনের ছেলে মো. ফখরুল ইসলামের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

হাফেজা খাতুনের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আশরাফ ভুঁইয়া বাড়ির আবদুল হকের মেয়ে। বিগত কয়েক বছর হাফেজা বাড়ি থেকে নিখোঁজ হন।

তিন বছর আগে শহরের ফুটপাতে পড়ে থাকতে দেখে ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করায় স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের কর্মীরা। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানাভাবে প্রচারণা চালিয়েও স্বজনদের খোঁজ মেলেনি। বৃদ্ধা হাফেজা খাতুন হাসপাতালে সহায়ের তত্ত্বাবধানে ছিলেন।

শনিবার (১৩ মার্চ) হাফেজা খাতুনের মৃত্যু হলে সহায়ের সদস্যরা ফের স্বজনদের খোঁজ পেতে প্রচারণা শুরু করেন। পরে রোববার (১৪ মার্চ) দুপুরে স্বজনরা হাসপাতালে এসে বৃদ্ধাকে শনাক্ত করেন।

এ বিষয়ে সহায়ের সাধারণ সম্পাদক সাংবাদকর্মী দুলাল তালুকদার বলেন, ‘তিন বছর আগে শহরের ফুটপাত থেকে বৃদ্ধা হাফেজাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসি। বিভিন্নভাবে প্রচারণা চালিয়েও হাফেজার স্বজনদের খোঁজ মেলেনি। তখন থেকেই কিছুটা মানসিক সমস্যা ও বয়সের ভারে নুয়ে পড়া এ বৃদ্ধার স্থান হয় হাসপাতালে।’

তিনি আরও জানান, বিগত কিছুদিন যাবত হাফেজা পুরোপুরি অসুস্থ হয়ে পড়েন। আমরা সাধ্যানুযায়ী চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি। শনিবার (১৩ মার্চ) রাতে তার মৃত্যুর খবর পুনরায় প্রচার করা শুরু করি। পরে তার স্বজনরা মর্গে এসে লাশটি শনাক্ত করেন।

আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।