মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি রিতা, সম্পাদক জিন্নাহ
মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে আফরোজা খান রীতা সভাপতি এবং এস এ কবির জিন্নাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের গোপন ভোটে তারা নির্বাচিত হন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য আফরোজা খান রিতা এর আগেও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন এস এ কবির জিন্নাহ।
রিতার বিপরীতে সভাপতি প্রার্থী ছিলেন আতাউর রহমান আতা। মোট ৪৫ ভোটের বিপরীতে রিতা পান ৪২ ভোট। প্রতিদ্বন্দ্বী আতা পান মাত্র তিন ভোট।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন চারজন। এস এ কবির জিন্নাহ ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতালেব হোসেন ১৯, তোজাম্মেল হক তোজা চার এবং অ্যাডভোকেট আব্দুল হামিদ ডাবলু পান দুই ভোট।
অ্যাডভোটেক আজাদ হোসেন খানের বাসভবনে জেলা বিএনপির এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী।
উল্লেখ্য, প্রায় ৩১ বছর পর মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো। সর্বশেষ ২০১৩ সালে কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বি এম খোরশেদ/এএইচ/এমকেএইচ