কক্সবাজারের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৫ মার্চ ২০২১

কক্সবাজারের সাবেক অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিজয় কুমার সিংকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৫ মার্চ) দুপুরে চট্টগ্রামের জিইসি মোড়ের এমইএস কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে বর্তমানে খাগড়াছড়ির অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

দুদক সমম্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, পিবিআইয়ের জেলা কার্যালয় নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণে দুর্নীতি মামলায় বিজয় কুমার সিংকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার অপর আসামিদের জবানবন্দির ভিত্তিতে তাকে আইনের আওতায় আনা হয়েছে।

একই মামলায় আরেক অভিযুক্ত সিআইপি মো. ইদ্রিস নামে আরও একজন কারাগারে রয়েছেন। তার সাথে গ্রেফতার অ্যাডভোকেট নুরুল হক জেলা আইনজীবী সমিতির সভাপতির জিম্মায় জামিনে রয়েছেন।

সায়ীদ আলমগীর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।