বগুড়ায় চার ও পাঁচতারকা হোটেলে পচা-বাসি খাবার, ৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ১৫ মার্চ ২০২১

বগুড়ার হোটেল মমইন ও নাজ গার্ডেনে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে উভয় প্রতিষ্ঠানকে পৃথকভাবে চার লাখ করে মোট আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। রান্নাঘর অপরিষ্কার, মেয়াদোত্তীর্ণ খাদ্যজাত পণ্য সংরক্ষণ, তৈরিকৃত পেস্টিজাত খাদ্যের লেবেল না থাকাসহ বেশ কয়েকটি কারণ দেখিয়ে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

সোমবার (১৫ মার্চ) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়।

বিকেল ৪টার দিকে শহরতলির ঠেঙ্গামারায় অবস্থিত এনজিও সংগঠন টিএমএসএসের মালিকানাধীন হোটেল মমইনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে হোটেলটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে দুপুর দেড়টার দিকে শহরতলির ছিলিমপুরে অবস্থিত হোটেল নাজগার্ডেনেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একই টিম এ অভিযান পরিচালনা করে। হোটেলটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

Bogra

বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মকর্তা চিন্ময় প্রাং জানান, যেসব খাদ্যজাত পণ্য মজুত করে রাখা হয়েছে তার মধ্যে মাংসসহ বেশ কয়েকটি খাদ্যজাত পণ্য ও বোতলে রাখা তরল ফুডকালার মেয়াদোত্তীর্ণ পাওয়া গেছে, যা নিরাপদ খাদ্য আইনের পরিপন্থী। ২০১৩ বিধানে নগদ জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। আইন অনুযায়ী নগদ জরিমানা করা হয়েছে। এ কারণে প্রতিষ্ঠান দুটির কাছ থেকে চার লাখ করে ৮ লাখ টাকা নগদ জরিমান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। দেশের সব স্থানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান অব্যাহত রাখা হবে।

অভিযানের সময় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং কর্মকর্তা আসলাম আলী, জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি কর্মকর্তা রামপ্রসাদ সাহাসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।