হত্যা মামলার বাদীকে পেটালেন আসামিরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১৫ মার্চ ২০২১

গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর নজরুল হত্যা মামলার বাদী শাহাবুদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছেন জামিনে থাকা আসামিরা। সোমবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আহত শাহাবুদ্দিন বলেন, মামলা প্রত্যাহারের জন্য বললে তিনি রাজী না হওয়ায় মারধর করেন আসামিরা। পরে তার স্বজনরা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, একই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে শামসুল হক (৫০), মৃদুল (৪৬), মৃদুলের ছেলে রিদোয়ান (২৫), শামসুল হকের ছেলে ফাহাদ (২৩), মাসুম ( ১৯), জিয়াউর রহামানের ছেলে শামীম (৩০) ও কায়েশ (২২)।

শাহাবুদ্দিন আরও বলেন, অভিযুক্তদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে তার ছেলে নজরুল ইসলামকে হত্যার অভিযোগে তিনি অভিযুক্ত শামসুল ও মৃদুল গংদের নামে বিগত মামলা দায়ের করেন। দীর্ঘদিন আত্মগোপনে থেকে আসামিরা কিছুদিন আহে জামিনে বের হয়ে আসে। জামিনে এসেই তারা মামলা প্রত্যাহারের জন্য নানাভাবে চাপ দেন।

সোমবার (১৫ মার্চ) বিকেলে তিনি আসামিদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে ধরে মারধর শুরু করেন। এসময় তার শরীর ও মাথায় জখম হয়। পরে পুলিশ গিয়ে তাকে অভিযুক্তদের জিম্মিদশা থেকে উদ্ধার করেন।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে আহত বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় আহতের পুত্রবধূ বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।’

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।