কলাতলীর কটেজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৬ মার্চ ২০২১

কক্সবাজার শহরের কলাতলীর কটেজ জোনের সুইটহোম নামের একটি কটেজ থেকে আবদুল মান্নান (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সিআইডি ও থানা পুলিশের একটি দল আলামত ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠায়।

নিহত আবদুল মান্নান কক্সবাজার পৌরসভার বাদশা ঘোনা এলাকার জাকের হোসাইনের ছেলে।

কটেজ কর্তৃপক্ষ জানান, দুইদিন আগে দুই বন্ধুসহ তিনজন মিলে কটেজ সুইটহোমের ৩০২নং কক্ষ ভাড়া নেন মান্নান। এর মধ্যে মঙ্গলবার বিকালের দিকে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দেন।

ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, গলায় তার প্যাঁচিয়ে মান্নানকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতের গলায় তার পেঁচানোর দাগ রয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এরপরও তার সঙ্গে কারা হোটেলে ছিল এবং স্থানীয় হয়েও কেন তারা হোটেলে রাত কাটালো সব বিষয় খোঁজে নেয়া হচ্ছে।

সায়ীদ আলমগীর/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।