পুলিশ পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:৩১ এএম, ১৭ মার্চ ২০২১

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় শহরের মেহেদীবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শহরের মেহেদীবাগ এলাকার সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও করিম মাওলার ছেলে আলমগীর কবির।

পুলিশ জানায়, সোমবার (১৫ মার্চ) রাতে সাইফুল ও কবির সদর উপজেলার বৈকারীর আব্দুস ছালেকের বাড়িতে গিয়ে পুলিশ পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় তিনি এক লাখ টাকা দিয়ে রেহাই পান তাদের কাছ থেকে।

বিষয়টি মঙ্গলবার সকালে আব্দুস ছালেক সাতক্ষীরা সদর থানায় লিখিতভাবে জানান। অভিযোগ পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল অভিযান চালিয়ে শহরের মেহেদীবাগ এলাকা থেকে দুইজনকে আটক করে। পরে অভিযোগকারীরা তাদেরকে শনাক্ত করেন।

সাতক্ষীরা সদর থানার এসআই সাইফুল রাতে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।