ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৭ মার্চ ২০২১
ফাইল ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পড়ে কল্পনা রানী (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) বেলা ১১টায় তালোড়া রেলস্টেশন সংলগ্ন দুবড়া রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওই নারী বগুড়ার কাহালু উপজেলার পালপাড়া গ্রামের পলাশ চন্দ্রের স্ত্রী।

তালোড়া রেলওয়ে স্টেশন মাষ্টার মারিফা শারমিন বলেন, ‘সান্তাহার থেকে পঞ্চগড়গামী সেভেন আপ (উত্তরবঙ্গ মেইল) ট্রেন তালোড়া রেলস্টেশন এলাকার দুবড়া রেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় ওই নারী অসচেতনভাবে রেল লাইন পার হচ্ছিলেন। এতে ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।’

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।’

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।