বগুড়ায় মিছিল থেকে আ.লীগের দু’গ্রুপে মারামারি, আহত ২
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিনে বগুড়ার কাহালুতে আওয়ামী লীগের দুই গ্রুপে মারধরের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দুজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন এতথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে কাহালু উপজেলার চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-নরহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রহুল আমিন তালুকদার বেলাল (৫০) ও আওয়ামী লীগ কর্মী আব্দুল আজিজ (৩৯)।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী স্থানীয় আব্দুর রহিম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ট্রাকসহ মিছিল নিয়ে কাহালুর চারমাথার দলীয় কার্যালয়ের সামনে আসেন। এসময় মিছিল থেকে নরহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রহুল আমিন তালুকদার বেলালের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। এই স্লোগানকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মারধরের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বলেন, ‘২০১৩ সাল থেকে আওয়ামী লীগ করছি। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে নরহট্ট ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে আমার লোকজনের ওপর হামলা করা হয়েছে।’
নরহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রহুল আমিন তালুকদার বেলাল বলেন, ‘বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী আব্দুর রহিমসহ তার লোকজন আমার বিরুদ্ধে আক্রোশমূলক স্লোগান দেন। স্লোগান দিতে নিষেধ করায় তার লোকজন আমার ওপর হামলা করে। আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই।’
এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে কোনো পক্ষই অভিযোগ করেনি।
এসআর/এমকেএইচ