‘মাদক নির্মূলে আগে নিজের ডোপ টেস্ট, এরপর বাকিদের‘

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১৮ মার্চ ২০২১

চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেছেন, ‘মাদক নির্মূলে আগে নিজ ঘর থেকে ডোপ টেস্ট আমি করব। পরে নিজের বাকি পুলিশ সদস্যদের করা হবে। মাদকের বিষয়ে আমি জিরো টলারেন্স বলব না, তবে সর্বনিম্ন টলারেন্সে নিয়ে আসার চেষ্টা করব।’

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে চাঁদপুরে পুলিশ সুপার হিসেবে যোগদান উপলক্ষে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন ।

চাঁদপুরের বিভিন্ন অসঙ্গতির বিষয় সম্পর্কে দ্রুত পদক্ষেপ নেয়ার বিষয়ে পুলিশ সুপার বলেন, ‘কিশোরগ্যাং, মাদক চুরি, ট্রাফিকসহ আজকের আলোচনায় যে সমস্ত বিষয় উঠে এসেছে দ্রুত সেগুলো সমাধান দেয়ার চেষ্টা করব। প্রত্যেক থানায় আসা ব্যক্তিদের সন্তুষ্টিমূলক পুলিশি সেবা প্রদানে জোর দেয়া হবে।’

jagonews24

তিনি আরও বলেন, ‘কিশোর গ্যাং প্রতিরোধে প্রত্যেক অভিভাবকের তার সন্তানের প্রতি আলাদা নজরদারি রাখা উচিত। তার সন্তান কোথায় যায়, কার সঙ্গে মিশে, কী করে, তার সবকিছুর খোঁজখবর সঠিকভাবে রাখতে পারলে সন্তানরা আর বিপথগামী হওয়ার সম্ভাবনা থাকে না।’

নবাগত পুলিশ সুপার বলেন, ‘শিশু-কিশোররা যদি অল্প বয়সে অপরাধীর তালিকাভুক্ত হয় তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ে। এক্ষেত্রে পুলিশকে সচেতনতামূলক কাজ করতে হবে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আসাদুজ্জামান, ডিআইও ওয়ান তোতা মিয়া।

নজরুল ইসলাম আতিক/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।