ট্রলিচাপায় সংবাদকর্মী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৯ মার্চ ২০২১

সাতক্ষীরায় ট্রলিচাপায় ফিরোজ জোয়াদ্দার নামের এক সংবাদকর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) বেলা ১টায় সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ কলারোয়া পৌর এলাকার মো. আক্তার হোসেনের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বঙ্গভূমি পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মোটরসাইকেল করে সাতক্ষীরা থেকে কলারোয়া ফিরছিলেন ফিরোজ। পথে মাধবকাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়েন তিনি।

এসময় পেছন থেকে আসা একটি চালবোঝাই ট্রলিচাপা দেয় ফিরোজকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে ড্রাইভার এখনো পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।