মুন্সিগঞ্জে দুটি বাল্যবিয়ে বন্ধ, খাবার গেল এতিমখানায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৯ মার্চ ২০২১

মুন্সিগঞ্জের গজারিয়ায় নবম ও দশম শ্রেণির দুই ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে প্রশাসন। শুক্রবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার পুরাতন বাউশিয়া ও নয়ানগর গ্রামে বিয়ে বন্ধ করে খাবারগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল ইসলাম চৌধুরী বাল্যবিয়ে নিরোধ আইনে দশম শ্রেণির ছাত্রীর পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা ও নবম শ্রেণির ছাত্রীর পরিবার থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেয়ার মুচলেকা নেওয়া হয়।

jagonews24

আদালত সূত্র জানায়, শুক্রবার দুপুরে উপজেলার পুরাতন বাউশিয়া এলাকার নবম শ্রেণির এক ছাত্রীর সাথে পাশের গ্রামের এক যুবকের ও গজারিয়া ইউনিয়নে নয়ানগর এলাকার দশম শ্রেণির এক ছাত্রীর সাথে একই উপজেলার ইমামপুরা ইউনিয়নের করিমশাহ গ্রামের এক যুবকের বিয়ের আয়োজন করে স্বজনরা। খবর পেয়ে দুপুরে দুটি বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, দুটি বিয়ে বন্ধ করে জব্দকৃত খাবার স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।