অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে প্রাণ গেল স্ত্রীর, স্বামী হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২১ মার্চ ২০২১

জামালপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সানজিদা আক্তার শিপ্রা (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ইকরামুল ইসলাম শুভ্র (৩৫)।

রোববার (২১ মার্চ) সকালে জামালপুর পৌর এলাকার রশিদপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জামালপুর ফায়ার সাভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আফসার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জনান, সকাল সোয়া ১০টার দিকে পৌর এলাকার রশিদপুরে বাড়িতে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করছিলেন গৃহবধূ সানজিদা আক্তার শিপ্রা। এসময় সিলিন্ডারের পাশে থাকা পেট্রল ভর্তি একটি ড্রামে আগুন ছড়িয়ে পড়লে ড্রামটি বিস্ফোরিত হয়ে বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে সানজিদার মৃত্যু হয়। গুরুতর আহত হন তার স্বামী ইকরামুল ইসলাম শুভ্র। পরে আহত ইকরামুলকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

jagonews24

আহত ইকরামুল ইসলাম শুভ্র রশিদপুর বাজারে পেট্রল, অকটেনসহ বিভিন্ন ধরনের তেলের ব্যবসা করেন।

এদিকে অগ্নিকাণ্ডের প্রায় একঘণ্টা পর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা উত্তেজিত হয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করে। এতে কয়েকজন দমকলকর্মী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।