মানিকগঞ্জে কৃষক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২১ মার্চ ২০২১

মানিকগঞ্জে কৃষক লালচান হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২১ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন এ রায় প্রদান করেন।

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুস সালাম বলেন, ‘মামলার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

মামলার বিবরণে জানা যায়, মানিকগঞ্জের শিবালয়ের জামসা গ্রামে ৪০ শতাংশ জমি নিয়ে লালচান ও আসামিদের মধ্যে বিরোধ চলছিল। ২০১৫ সালের ২ এপ্রিল দুপুরে আসামিরা লালচানের জমির ধান নষ্ট করে দেয়ার খবরে জমিতে গেলে মো. জমির হোসেন, মো. জহুর আলী, সুমন হোসেন ও মতিয়ার রহমান দেশীয় অস্ত্র দিয়ে লাল চানকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে লালচানের মৃত্যু হয়।

পরদিন ৩ এপ্রিল লালচানের বাবা জামাল কাজী বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৫ সেপ্টেম্বর ১২ জনকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত ১৩ জন সাক্ষীর জবানবন্দি ও নথির ভিত্তিতে চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দায়রা ও জজ আদালতের বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন।

বি.এম খোরশেদ/ আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।