প্রায় আড়াই মাস পর দিনাজপুরে করোনায় একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২১ মার্চ ২০২১
ফাইল ছবি

দিনাজপুরে গত দুই মাস ১৩ দিন পর আবারও করোনায় একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে বেড়েছে করোনায় আক্রান্তের হার এবং রোগীর সংখ্যা।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, করোনায় সর্বশেষ মৃত্যু হয়েছিল ৮ জানুয়ারি। ওই দিন দিনাজপুরে করোনায় মৃত্যুর সংখ্যা পৌঁছায় ১০০। এরপর নতুন করে আর কেউ মারা যায়নি। সর্বশেষ মৃত্যুর দুই মাস ১৩ দিন পর রোববার (২১ মার্চ) সদরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইতিমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ সময়টাতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

এদিকে গত দুই সপ্তাহ ধরেই বাড়ছে করোনা আক্রান্তের হার ও রোগীর সংখ্যা। চলতি মাসের প্রথম সপ্তাহেও যেখানে নমুনা অনুযায়ী করোনায় আক্রান্তের হার ছিল ১.৫১ শতাংশ। সেখানে দ্বিতীয় সপ্তাহে তা দাঁড়ায় ৪.৬৬ শতাংশ। আর চলতি সপ্তাহে এই আক্রান্তের হার দাঁড়িয়েছে ৪.০৯ শতাংশে।

এছাড়াও চলতি মাসের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র চারজন, সেখানে দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৮ জনে। তবে এরমধ্যে সুস্থ্য হয়েছেন সাত রোগী।

উল্লেখ্য, দিনাজপুর জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা চার হাজার ৭৫৭। সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায় দুই হাজার ৪৮৭ জন।

এমদাদুল হক মিলন/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।