মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ, স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২২ মার্চ ২০২১

ভোলায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে যৌন নির্যাতন করার অভিযোগে স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।

সোমবার (২২ মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করেন ওই ব্যক্তি। তার দ্বিতীয় স্ত্রীরও এটা দ্বিতীয় বিয়ে। প্রায় সময় তার ও দ্বিতীয় স্ত্রীর ঝগড়া লেগেই থাকত। দ্বিতীয় স্ত্রীর আগের সংসারের একটি মেয়ে রয়েছে। সে অষ্টম শ্রেণিতে পড়ে। সোমবার ওই মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন দ্বিতীয় স্ত্রী।

পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই ব্যক্তিকে আহতাবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল নিয়ে যাওয়া হয়।

ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, খবর পেয়ে আমরা ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেই। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।