বোনের বাড়ির রহস্যময় আগুনে ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৩ মার্চ ২০২১

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বোনের বাড়িতে বেড়াতে এসে অগ্নিদগ্ধ হয়ে মিলন হাওলাদার (৪৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সোমবার (২২ মার্চ) রাত ২টায় উপজেলার বালুরচর চরপানিয়া এলাকায় বোনের বাড়িতে অগ্নিদগ্ধ হন তিনি। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

নিহত মিলন শরীয়তপুরে জেলার চাঁদনীপুর গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র।

jagonews24

নিহত মিলনের ভগ্নিপতি বিল্লাল মাদবর অভিযোগ করে বলেন, ‘পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ ফারুক মেম্বার গ্রুপের লোকজন রাতে ঘরে ঢুকে আগুন দেয়। এসময় আমি বাড়িতে ছিলাম না। আমার শ্যালক কিছুদিন যাবত আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন। আগুনে তিনি দগ্ধ হন। রাতে তাকে হাসপাতালে নেয়া হয়। এরপর সকালে তিনি মারা যান’।

এ ব্যাপারে ইউপি সদস্য ফারুক হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

jagonews24

শ্রীনগর দমকল বাহিনীর স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘রাতে আগুন লাগলেও আমাদেরকে সকাল ৭টার দিকে এ ব্যাপারে জানানো হয়। খবর পেয়ে আমার দল নিয়ে ঘটনাস্থল যাই। এরমধ্যে আগুন দগ্ধ হয়ে একজনের মৃত্যুর হয়েছে জানতে পারি। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে বসতঘরের তেমন কোনো ক্ষতি হয়নি’।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জালালউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এই অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি রহস্যময়। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।