৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:২০ পিএম, ২৩ মার্চ ২০২১

ভোলায় তিন কেজি গাঁজাসহ মো. সোহেল হাওলাদার (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটের পল্টুন থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক সোহেল বরিশালের রুপাতলী এলাকার মো. আলী আকবর হাওলাদারের ছেলে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

তার বিরুদ্ধে ভোলা মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।