মধ্যরাতে মাদরাসায় ‘জিন নিয়ে খেলার’ অভিযোগে শিক্ষক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৪ মার্চ ২০২১
ফাইল ছবি

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় জিন নিয়ে খেলা করার অভিযোগে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাউৎভোগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাসুদ উদ্দিন নুরী (৩২) রাউৎভোগ রাহেলা মহিলা মাদরাসার শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক নুরী বিগত কয়েকদিন যাবত ওই মাদরাসায় মধ্যরাতে জিন নিয়ে খেলা করার নামে বিভিন্ন ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছিলেন। এতে মাদরাসার সাধারণ ছাত্রীরা ভয় পাচ্ছিল। পাশাপাশি তাদের লেখাপড়াও ব্যহত হচ্ছিল। পরে অভিভাবকরা থানায় অভিযোগ করলে তাকে আটক করে পুলিশ।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, জিন নিয়ে রাত জেগে সে খেলা করে এমন একটি অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।