মুজাক্কির হত্যা : আরও তিনজনকে গ্রেফতার দেখাল পিবিআই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:২১ এএম, ২৪ মার্চ ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনার মামলায় আরও ৩ জনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে এ মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হলো।

মঙ্গলবার (২৩ মার্চ) নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নবণীতা গুহ এ আবেদন মঞ্জুর করেন।

এর আগে রোববার (২১ মার্চ) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ওই তিনজনকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হয়। এই তিনজনই মির্জা কাদেরের অনুসারী।

গ্রেফতাররা হলেন- চরএলাহী ইউনিয়নের আব্দুল মালেক, মুছাপুর ইউনিয়নের ইকবাল চৌধুরী ও বসুরহাট পৌরসভার আবুল হাশেম।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, এসব আসামি অন্য মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে ছিলেন। আমরা তাদের সাংবাদিক বুরহান উদ্দিন হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ নম্বর আমলি আদালতে আবেদন করি। এ বিষয়ে শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবণীতা গুহ আমাদের আবেদন মঞ্জুর করেন। এখন এসব আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে ৭ মার্চ এ মামলায় বসুরহাট থেকে যুবলীগের কর্মী বেলাল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে বেলালের কাছ থেকে ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছিলেন পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি চলাকালে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি বুরহান উদ্দিন গুলিবিদ্ধ হন। ২০ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।