মেহেরপুরে নদী থেকে অজ্ঞাত নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া ভৈরব নদী থেকে বস্তাবন্দি এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে কুলবাড়িয়া থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহটি ২১/২২ বছর বয়সী কোনো নারীর হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তার পরনে ছিল খয়েরি ও কালো রঙের সালোয়ার-কামিজ এবং তার গলায় কালো রঙের ওড়না দিয়ে ফাঁস লাগানো ছিল।
তিন-চার দিন আগে তাকে শ্বাসরোধ করে হত্যা করে কেউ এখানে মরদেহটি ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ এখন পর্যন্ত তার পরিচয় জানতে পারেনি।
বৈকুন্ঠপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাসুদ রানা জানান, স্থানীয়রা গোসল করতে আসলে একটি প্লাস্টিকের বস্তা দেখতে পায়। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা সদর থানায় খবর দেয়। সদর থানা আমাকে জানালে আমি কুলবাড়িয়া ভৈরবে এসে স্থানীয়দের সহযোগিতায় বস্তাটি উদ্ধার করে ডাঙায় নিয়ে আসি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, ভৈরব নদীতে যেহেতু স্রোত নেই সেহেতু আমরা ধারণা করছি কেউ মরদেহটি এখানে ফেলে গেছে। তবে মৃতের গলায় কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। হয়তো হত্যা করার পর মরদেহটি বস্তায় ভরা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর বিষয়টি আমরা নিশ্চিত হতে পারব।
তিনি আরও জানান, মেহেরপুরে গত কয়েকদিনে কোনো মেয়ে হারানোর অভিযোগ থানায় আসেনি। তারপরও আমরা মরদেহ শনাক্ত করার চেষ্টা করছি।
পরে মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
আসিফ ইকবাল/এআরএ