মাটিবাহী ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:০১ পিএম, ২৬ মার্চ ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী দ্রুতগতির একটি ট্রাক্টরের চাপায় মো. রাব্বি (১১) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারসহ ট্রাক্টরটি আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

শুক্রবার (২৬ মার্চ) সকাল ৯টায় চরএলাহী ইউনিয়নে ৭নং ওয়ার্ড চরকলমি বড়পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি চরকলমি গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, সকালে নিজ বাড়ি থেকে দোকানের দিকে যাচ্ছিল রাব্বি। পথে বড়পোল এলাকায় একটি মাটিবাহী ট্রাক্টর পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় রাব্বি। পরে স্থানীয় লোকজন ট্রাক্টরের চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জাগোনিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।